তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সোমবার (৫ জানুয়ারি) টেলিভিশন চ্যানেলগুলোর কাছে নির্দেশনা প্রদান করেছে যে, ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) এর সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখবে। এই সিদ্ধান্ত এসেছে কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদের প্রেক্ষিতে।
চিঠিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠিতব্য আইপিএলে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া হয়েছে, যা বাংলাদেশের জনগণের জন্য ব্যথাজনক ও ক্ষুব্ধকর। এই ধরনের একতরফা সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ বাংলাদেশি কর্তৃপক্ষ জানে না।
অতএব, মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আইপিএলের সমস্ত খেলা ও অনুষ্ঠান টেলিভিশনে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
