আগামী ১ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি শুরু হবে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপপরিচালক মো. রফিকুল ইসলামের (সিনিয়র সহকারী সচিব) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ কারণে ১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
মেলার মূল স্থান হবে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। এবারের মেলায় দেশি-বিদেশি মিলিয়ে ৩২৪টি স্টল ও প্যাভিলিয়ন থাকবে। অংশ নেবে ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর, আফগানিস্তানসহ একাধিক দেশের প্রতিষ্ঠান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ‘বাংলাদেশ স্কয়ার’, যেখানে দর্শনার্থীরা দেশের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়ন অগ্রযাত্রা সম্পর্কে জানতে পারবেন।
এবারের মেলায় পলিথিন ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশবান্ধব বিকল্প হিসেবে হ্রাসকৃত মূল্যে বস্ত্র ও পাটের শপিং ব্যাগ সরবরাহ করা হবে। এছাড়া, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তরুণদের উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শনের জন্য বিভিন্ন আয়োজন থাকছে, যা মাসব্যাপী মেলার অংশ হিসেবে অনুষ্ঠিত হবে।
