চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জামায়াত-শিবিরের সদস্যদের বিরুদ্ধে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে দুই হাত ও পা কেটে নেওয়ার চেষ্টা করার গুরুতর অভিযোগ উঠেছে। আহত যুবক আবু সুফিয়ান সিজু (২৫) বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ২৪ ডিসেম্বর সন্ধ্যায় শিবগঞ্জের উমরপুর ঘাট এলাকায় ঘটে। সিজু শ্যামপুর-বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, সিজুকে প্রায় দেড় ঘণ্টা ধরে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রেখে ধারালো অস্ত্র দিয়ে তার হাত-পা এলোপাতাড়ি কোপানো হয়। শরীরের বিভিন্ন অংশেও মৃত্যু নিশ্চিত করার জন্য আঘাত করা হয়। আশেপাশের লোকজন হলেও কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।
চিকিৎসাধীন সিজু অভিযোগ করেন, পরিকল্পিতভাবে জামায়াত-শিবিরের কর্মীরা তাকে এই নির্মম নির্যাতন করেছে। তিনি তাদের মধ্যে আব্দুর রাজ্জাক, বিষের দোকানদার আনোয়ার ও পোল্ট্রি ব্যবসায়ী আবু সাঈদের ভাই নূরসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করেছেন।
শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের দুই সদস্যকে গ্রেফতার করেছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সুত্র :বাংলাভিশন
