রাজধানীতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভিডিও ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন সূত্রে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট থানার পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তিনজন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) একজনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দৈনিক প্রথম আলো এবং কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে দ্য ডেইলি স্টার কার্যালয়ে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা ভাঙচুর ও লুটপাটের পর উভয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
একই রাতে ধানমন্ডিতে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট–সংস্কৃতি ভবনেও হামলার ঘটনা ঘটে। পরদিন শুক্রবার রাতে ঢাকার তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উদীচীর একাংশের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে অভিযোগ করেন, পরিকল্পিতভাবেই এই আগুন লাগানো হয়েছে।
এর আগে সোমবার সকাল ১০টা ৩১ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ৯ জনকে তখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
