মার্কিন ডলারের দুর্বলতার কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুবাইয়ের বাজারে ২৪ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে গ্রামপ্রতি ৫২৪.৫০ দিরহামে, যা চলতি বছরের সর্বোচ্চ দামের খুব কাছাকাছি। খবর খালিজ টাইমসের।
বাজার খোলার সময় স্বর্ণের দাম আগের দিনের ৫২১.৭৫ দিরহাম থেকে বেড়ে এই পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরের ২১ অক্টোবর ২৪ ক্যারেট স্বর্ণের দাম সর্বোচ্চ ৫২৫.২৫ দিরহামে উঠেছিল। এরপর দাম কিছুটা কমলেও সাম্প্রতিক সময়ে পুনরায় ঊর্ধ্বমুখী হয়েছে।
অন্যান্য ক্যারেটের দাম বৃহস্পতিবার ছিল—২২ ক্যারেট: ৪৮৫.৭৫ দিরহাম, ২১ ক্যারেট: ৪৬৫.৭৫ দিরহাম, ১৮ ক্যারেট: ৩৯৯.২৫ দিরহাম। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ছিল আউন্সপ্রতি ৪,৩৩৩.৭২ ডলার। রুপার দাম দাঁড়ায় ৬৬.৫০ ডলার।
এক্সটিবি মেনা-এর সিনিয়র মার্কেট অ্যানালিস্ট হানি আবুয়াগলা বলেন, মার্কিন ডলারের দুর্বলতা ও ট্রেজারি ইয়িল্ড কমে যাওয়ায় স্বর্ণের বাজার সুবিধা পাচ্ছে। ফেডারেল রিজার্ভের স্বাধীনতা ও রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে আকৃষ্ট করছে।
তিনি আরও বলেন, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ায় চলমান ভূরাজনৈতিক উত্তেজনা বৈশ্বিক ঝুঁকি বাড়িয়েছে, যা স্বর্ণের দামে চাপ সৃষ্টি করছে। বিশ্লেষকদের মতে, ২০২৫ সাল স্বর্ণের জন্য ‘নির্ধারণী বছর’ হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার উত্তেজনা স্বর্ণ ও রুপার চাহিদা বাড়িয়েছে, ফলে বিশ্ববাজারে দাম বেড়েছে।
বাংলাদেশের বাজারে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ১৭,০৬৭ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭,২১১ টাকায় বিক্রি হচ্ছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি দাম এক লাখ ৭৭,৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৭,৯০০ টাকা।
বাজুস দেশের বাজারে চলতি বছরে মোট ৮৬ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে; এর মধ্যে ৫৮ বার দাম বেড়েছে, ২৭ বার কমেছে। গত বছরে দাম ৬২ বার সমন্বয় করা হয়েছিল।
