চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকার জঙ্গল সলিমপুর ২ নং আদর্শ সমাজের উদ্যোগে সম্প্রতি একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন সমাজের সভাপতি নজরুল ইসলাম, এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোঃ খালেদ চৌধুরী সুমন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি নুরুল হক ভান্ডারী, এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমন্বয় সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন, মোঃ খালেদ চৌধুরী সুমন, মোঃ ইলিয়াস, জসিম উদ্দিন, আ ন ম মহিবুল্ল্যা, ডাঃ জামাল উদ্দিন ও আলী এরশাদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ—মোঃ হাছান, মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম, সেলিম রেজা, মোঃ সোহেল, মনিকা রানী ধর, বিউটি আক্তার, আনার কলি, মোমেনা আক্তার, অজয় মজুমদার, মোঃ কাসেম, মোঃ মাহবুল আলম, মোঃ ইলিয়াস, মোঃ ফয়েজ, সোঃ মাহবুব আলম সুমন, মোঃ হানিফ, মোঃ মোজাফফর, মোঃ রাসেল সওদাগর, মোঃ ফেরদৌস।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থাকা এবং দেশের স্বার্থে *দুর্নীতিমুক্ত ও ঐক্যবদ্ধ সমাজ গঠন*ে কাজ করা অত্যন্ত জরুরি। তারা আরও উল্লেখ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশ ও সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব।
