চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদা ও মানবিক চেতনায় পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগ, মহানগর, জেলা, ও থানা কমিটির উদ্যোগে পাহাড়তলী আকবর শাহ এলাকায় ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষদের মাঝে কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ ও মানবাধিকার সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধি বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পাহাড়তলী থানার প্রধান উপদেষ্টা নাছিম চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাহাড়তলী থানার সভাপতি শহীদুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার অতিরিক্ত নির্বাহী পরিচালক মোঃ মনির হোসেন।বিশেষ অতিথি ছিলেন আকবর শাহ থানার সভাপতি নুরুল হক,
যুগ্ম সম্পাদক মোঃ আফছার,অর্থ সম্পাদক এরফান এছাড়া সদস্য মোঃ কালামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী ও স্থানীয় গুণীজনরা অনুষ্ঠানে যোগ দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবাধিকার শুধু একটি শব্দ নয়—এটি মানুষের মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচারের নিশ্চয়তা। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে একযোগে দায়িত্ব পালন করতে হবে। দেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন ও দায়বদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
মানাবাধিকার দিবসে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়, যা উপস্থিত সবার মধ্যে মানবিকতার আবেগ ছড়িয়ে দেয়।
