চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ছয় দিনব্যাপী প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামকে ক্লিন,গ্রীন,হেলদি,সেফ সিটি হিসেবে গড়ে তুলতে প্রত্যেক কর্মীকেই জনসেবার প্রতি আরও মনোযোগী, দায়বদ্ধ ও সময়ানুবর্তী হতে হবে। রবিবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে ৭০ জন নতুন কর্মকর্তা-কর্মচারীর প্রশিক্ষণ সমাপনী শেষে মেয়র তাঁদের সঙ্গে মতবিনিময় ও দিকনির্দেশনা প্রদান করেন।
নিয়োগপ্রাপ্তরা জানান, সম্পূর্ণ স্বচ্ছতা, দ্রুততা ও জবাবদিহিতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় তারা মেয়র ও চসিক প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।
মেয়র ডা. শাহাদাত বলেন, চট্টগ্রামকে আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে মেধাবী, সৎ এবং দক্ষ জনবল অপরিহার্য। তাই বিজ্ঞাপন দিয়ে ও অনলাইন আবেদনের মাধ্যমে শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। কোনো তদ্বির, স্বজনপ্রীতি বা রাজনৈতিক,ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করা হয়নি। ফলে কুড়িগ্রাম, পটুয়াখালী, পাবনা, ময়মনসিংহসহ দেশের নানা জেলা থেকে যোগ্য প্রার্থীরা চসিকে চাকরি পেয়েছেন।
তিনি নতুন কর্মীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, যথাসময়ে অফিসে উপস্থিত থাকা সরকারি চাকরির অন্যতম শর্ত। সময়ানুবর্তিতার অভাবে জনদুর্ভোগ সৃষ্টি হয়। পাশাপাশি মাঠপর্যায়ে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে জনগণের সমস্যা, পরিষেবা ঘাটতি ও অবকাঠামোগত ত্রুটি শনাক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেন তিনি।
মেয়র আরও বলেন, করদাতাসহ যারা চসিকে সেবা নিতে আসেন,তাদের প্রতি আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ আচরণ ও দ্রুত সেবা প্রদান আপনাদের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব।
অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
