চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার চুক্তি প্রক্রিয়া নিয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চে তীব্র মতভেদ প্রকাশ পেয়েছে। জ্যেষ্ঠ বিচারপতি এই চুক্তিকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করে বলেছেন, অন্তর্বর্তী সরকারের এ ধরনের চুক্তি করার কোনো আইনি ক্ষমতা নেই। অন্যদিকে কনিষ্ঠ বিচারপতি রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন। ফলে বিষয়টি এখন তৃতীয় বেঞ্চে নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির কাছে যাচ্ছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এই বিভক্ত রায় ঘোষণা করেন।
শুনানিতে রিটকারীদের আইনজীবীরা যুক্তি দেন, চট্টগ্রাম বন্দর জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির মেরুদণ্ড। নির্বাচিত সরকার ছাড়া অন্তর্বর্তীকালীন প্রশাসনের পক্ষে এমন স্পর্শকাতর সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া সম্ভব নয়।
পাল্টা অ্যাটর্নি জেনারেল জানান, জাতীয় স্বার্থেই এই চুক্তি করা হচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের এ ক্ষমতা আইনসম্মত।
গত ৩০ জুলাই হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেছিলেন।
আজকের খবর/ এম.এস.এইচ.
