আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম অবিলম্বে স্থগিতের দাবিতে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এই রিট আবেদন দাখিল করেন।
রিটে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না—সে বিষয়ে রুল জারির আবেদন করা হয়েছে। পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের এতে বিবাদী করা হয়েছে।
রিটকারী আইনজীবী জানিয়েছেন, আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে।
এর আগে ২৯ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, সকল প্রস্তুতি প্রায় শেষ এবং শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
এদিকে বুধবার নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, স্বাধীন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার ওপর গত দেড় দশকে বিরূপ প্রভাব পড়েছে এবং সে অবস্থা থেকে উত্তরণে সকলে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও জানান, দু’টি ব্যালট একসঙ্গে দিতে একজন ভোটারের গড়ে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগে। ভোটের দিন সাংবাদিকদের অবাধ চলাচল নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ইসি বর্তমানে জাতীয় নির্বাচনের চাপে ব্যস্ত সময় পার করছে। দেশের ইতিহাসে সর্বোত্তম নির্বাচন আয়োজনই তাদের প্রধান লক্ষ্য।
