আওয়ামী লীগ সরকারের আমলে কুখ্যাত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে মানুষকে গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আনুষ্ঠানিক শুনানি বুধবার সকালে শুরু হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চিফ প্রসিকিউটর গোলাম আরিফ তাজুল ইসলাম শুনানি শুরু করেন। আসামিপক্ষ সময় প্রার্থনা করলে প্রসিকিউশন জানায়, তারা প্রথমে নিজেদের বক্তব্য শেষ করতে চান; এরপর আসামিপক্ষকে সময় দেওয়া হলে কোনো আপত্তি নেই।
মামলার প্রধান আসামি শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ আরও ১৪ জনকে। এদের মধ্যে সাতজন এখনো পলাতক।
শুনানির জন্য বুধবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ও বর্তমান দশজন সেনা কর্মকর্তাকে। তারা হলেন: কর্নেল এ কে এম আজাদ, লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম ও লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন।
এদিন আইনজীবী জেড আই খান পান্না শেখ হাসিনার পক্ষে মামলায় যুক্ত হওয়ার ঘোষণা দিয়ে আদালতে অনুপস্থিত থাকায় ট্রাইব্যুনাল ক্ষোভ প্রকাশ করলে পরে তিনি হাজির হন।
ট্রাইব্যুনাল প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
আজকের খবর/ এম.এস.এইচ.
