চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুর থেকে মোহাম্মদ ইয়াছিন (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইয়াছিন কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মরিয়ম হোটেলের কর্মচারী ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে গোসলে নেমে নিখোঁজ হন ইয়াছিন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পুকুর ঘাটে ইয়াছিনের স্যান্ডেল, জামাকাপড় ও সাবান পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দুপুর ১২টার দিকে উদ্ধার অভিযান শুরু করে এবং প্রায় ৩০ মিনিট পর দুপুর ১টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মুজিবুর রহমান বলেন, “পুকুর ঘাটে তার পোশাক দেখে সন্দেহ হয়। পরে আমরা ডুবুরি দল নামিয়ে মরদেহ উদ্ধার করি।