চট্টগ্রাম সিটি ওয়ার্কিং কমিটির বার্ষিক সাধারণ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ-এর আয়োজনে। শনিবার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল—নেতৃত্বে তারুণ্যে, নতুন বাংলাদেশের রূপরেখা।
সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, তরুণদের মধ্যে বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে। যুবসমাজ যদি যথাযথভাবে নিজের ক্ষমতা ব্যবহার করে, তাহলে তারা যে কোনো কঠিন লক্ষ্য অর্জনে সক্ষম। ২০২৪ সালের গণপ্রতিরোধ প্রমাণ করেছে—অধিকার খর্ব হলে তারুণ্য নীরব থাকে না। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী সংগ্রাম কিংবা সাম্প্রতিক ‘জুলাই আন্দোলন’—সবক্ষেত্রেই তরুণদের বলিষ্ঠ ভূমিকা ছিল।
তিনি আরও বলেন, এই তরুণ প্রজন্মই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে এবং বিশ্বদরবারে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যাবে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। তিনি বলেন, তারুণ্য শুধু আগামীর প্রত্যাশা নয়—এরা এখন থেকেই জাতি গঠনের প্রধান চালিকা শক্তি। একটি সুবিন্যস্ত, ন্যায়ভিত্তিক এবং মানবিক রাষ্ট্র গড়তে হলে আমাদের যুবসমাজকে নেতৃত্বের জন্য প্রস্তুত করতে হবে। ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ সেই দায়িত্ব নিয়ে কাজ করছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
প্রফেসর ড. ফরিদ এ. সোবহানী (উপাচার্য, ইস্টার্ন ইউনিভার্সিটি)
ব্যারিস্টার মীর হেলাল (সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি)
ব্যারিস্টার ওসমান চৌধুরী (ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট)
ব্যারিস্টার শাহনেওয়াজ মুনির (যুগ্ম জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ)
ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী (সদস্য, পররাষ্ট্র উপদেষ্টা কমিটি, বিএনপি)
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:
ডা. মুনিরা তারেক খোন্দকার (সাবেক প্রেসিডেন্ট, চট্টগ্রাম সিটি ইউনিট)
মোহাম্মদ আশিকুর রহমান (বর্তমান কো-অর্ডিনেটর)
আরেফিন বিল্লাহ (ডেপুটি কো-অর্ডিনেটর)
চৌধুরী কে এন এম রিয়াদ (প্রতিষ্ঠাকালীন সভাপতি)
রফিকুল ইসলাম খোকন (সাধারণ সম্পাদক)
তারা বলেন, শুধু পাঠ্যপুস্তকের শিক্ষায় নয়, বরং চিন্তাশীলতা, মানবিকতা, দেশপ্রেম ও সামাজিক সচেতনতায় উজ্জীবিত যুবকরাই পারে একটি টেকসই জাতি গঠন করতে। ইয়ুথ ভয়েস তরুণদের এই শক্তি ও মূল্যবোধে দীক্ষিত করার একটি অগ্রণী প্ল্যাটফর্ম।
সম্মেলনে চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন আইন, চিকিৎসা, প্রকৌশল, গণমাধ্যম, শিক্ষা, ব্যবসা ও সামাজিক উন্নয়ন সংশ্লিষ্ট তরুণ প্রতিনিধিরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী এবং ব্যারিস্টার ফয়সাল দস্তগীর।
এই সম্মেলনের মধ্য দিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ তাদের ধারাবাহিক নেতৃত্ব বিকাশের কর্মসূচি আরও এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।