চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০ নম্বর সলিমপুর ইউনিয়ন পরিষদ মাঠে পবিত্র ৮ই মহররম উপলক্ষে হযরত খাজা কালুশাহ (রহ.)-এর বার্ষিক ওরস শরিফ উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গজল মাহফিলে অংশ নেন শত শত ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দ।
‘রাহে ভাওয়াল তরুণ আশেকানে পরিষদ, সীতাকুণ্ড শাখা ও কালুশাহ নগর, ডাকোয়ামার বাড়ি’ আয়োজিত এই মাহফিলে ইসলামের শান্তির বার্তা, আধ্যাত্মিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়। মাহফিলে বক্তারা বলেন, হযরত খাজা কালুশাহ (রহ.)-এর জীবনদর্শন ছিল মানবতার সেবা ও আত্মশুদ্ধির এক বাস্তব অনুশীলন।
ওরস শরিফ উপলক্ষে অনুষ্ঠানস্থলজুড়ে ছিল বর্ণিল আলোকসজ্জা ও তোরণ নির্মাণ। গজল মাহফিলে ইসলামি সংগীত পরিবেশন করেন খ্যাতনামা শিল্পীবৃন্দ, যা উপস্থিত সবাইকে এক অনন্য ধর্মীয় আবহে মোহিত করে তোলে। মাহফিলজুড়ে ছিল শান্তিপূর্ণ পরিবেশ ও শৃঙ্খলার এক চমৎকার উদাহরণ।
আলোচনা পর্বে ইসলামী চিন্তাবিদ ও পীর-মাশায়েখগণ খাজা কালুশাহ (রহ.)-এর আধ্যাত্মিক সাধনা, দরবেশি জীবন এবং সাধারণ মানুষের প্রতি তাঁর নিরলস ভালোবাসার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, বর্তমান সমাজে খাজা কালুশাহ (রহ.)-এর মতো পীর-আউলিয়ার জীবন থেকে শিক্ষা নিয়ে ধর্মীয় অনুশাসন ও মানবিকতা জাগ্রত করা প্রয়োজন।
আয়োজক পরিষদের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ওরস শরিফ আয়োজন করা হবে এবং তরুণ প্রজন্মকে ইসলামের শান্তি, ভ্রাতৃত্ব ও ত্যাগের মূল্যবোধ শেখাতে এই আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।