জয়পুরহাটের আক্কেলপুরে ট্রাভেল ব্যাগে করে ১৪ কেজি গাঁজা বহনের সময় স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (১ আগস্ট) রাত ১১টা ৪৫ মিনিটে উপজেলার সোনামুখী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন নওগাঁ জেলার বদলগাছী উপজেলার তেঁতুলিয়া গ্রামের আক্কেল আলী (৩২), তার স্ত্রী রাজেনা খাতুন (২৬) ও একই এলাকার মর্জিনা খাতুন (২৮)।
র্যাব জানায়, সিলেট ও হবিগঞ্জের সীমান্ত এলাকা থেকে জয়পুরহাটের দিকে মাদক আনার গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ক্যাম্প ও সিপিএসসি রাজশাহীর যৌথ অভিযান পরিচালিত হয়। সোনামুখী এলাকা থেকে ১৪ কেজি গাঁজা ও তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি অটোরিকশাও জব্দ করা হয়।
তারা আন্তজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিলেন। র্যাব আরও জানায়, আটককৃতরা স্থানীয়ভাবে পরিচিত মাদক ব্যবসায়ী।
তারা সিলেট ও হবিগঞ্জের সীমান্ত থেকে গাঁজা সংগ্রহ করে খুচরা ও পাইকারি বিক্রি করতেন।
আক্কেলপুর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, “র্যাবের অভিযান শেষে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।