রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসামণির (৯) সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।
শনিবার (২ আগস্ট) দুপুর সোয়া ২টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া দক্ষিণপাড়া শামসুল উলুম মাদরাসা ও এতিমখানা কবরস্থানে রাইসার কবরের পাশে দাঁড়িয়ে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন বিমানবাহিনীর একটি প্রতিনিধিদল।
স্কোয়াড্রন লিডার জিহাদুল ইসলাম ও ফ্লাইং অফিসার রুদাবা কামালের নেতৃত্বে ২০ সদস্যের ওই দলটি রাইসার কবর জিয়ারত করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে।
শ্রদ্ধা নিবেদনের সময় সেখানে আরও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম।
উল্লেখ্য, গত ২১ জুলাই মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের পর থেকে নিখোঁজ ছিল রাইসামণি। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) একটি মুখমণ্ডলের অংশ দেখে তাকে শনাক্ত করেন তার বাবা শাহাবুল শেখ। ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়ার পর ২৪ জুলাই রাতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পরদিন সকালে রাইসার দাফন সম্পন্ন হয় নিজ গ্রামের কবরস্থানে।
রাইসার বাবা শাহাবুল শেখ বলেন, “আমার সোনামণির জন্য সবাই দোয়া করবেন—আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন ছিল, কিন্তু তা আর পূরণ হলো না।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, “রাইসার মৃত্যুতে বিমানবাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির পাশে থাকার অঙ্গীকার রয়েছে। আমরা সবসময় তাদের সহায়তায় পাশে থাকব।