বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের cঅব্যবস্থাপনার প্রতিবাদে টানা ষষ্ঠ দিনের মতো কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থী ও নাগরিকরা। শনিবার (২ আগস্ট) দুপুর ১২টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ব্যানার হাতে শুরু হয় এ কর্মসূচি।
প্রতীকী মরদেহ বহন করে বিক্ষোভকারীরা সদর রোড অবরোধ করেন এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। পরে কাফন মিছিল নিয়ে তারা হাসপাতালের জরুরি বিভাগের সামনে গিয়ে হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেন।
আন্দোলনকারী মহিউদ্দিন রণি বলেন, দক্ষিণাঞ্চলের প্রধান চিকিৎসা প্রতিষ্ঠান এই হাসপাতাল হলেও নানা সিন্ডিকেটের দৌরাত্ম্যে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। চিকিৎসক সংকট, বিশৃঙ্খল পরিবেশ ও যন্ত্রপাতি থাকা সত্ত্বেও অনেক পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রাখা হয়। এসব অনিয়মের প্রতিবাদেই আমাদের আন্দোলন। যতদিন না এ অবস্থা পরিবর্তন হবে, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে।
আরেক আন্দোলনকারী আসিফ বলেন, হাসপাতালটির অবস্থা এখন এমন যে, এটি আর হাসপাতাল বলে মনে হয় না। চারদিকে দুর্নীতি, অব্যবস্থাপনা আর সেবার অভাব। সরকারি প্রতিষ্ঠানে জনগণ কেন চিকিৎসা সেবা পাবে না, সেই প্রশ্নই আমরা তুলছি।
তিনি আরও বলেন, বরিশালের সাধারণ মানুষ আমাদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে এবং আমাদের পাশে রয়েছে।
জরুরি বিভাগে অবস্থানকালে হাসপাতাল কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে তাদের আশ্বস্ত করেছেন যে, সংকটগুলোর দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হবে।