বই প্রকাশের আগে পুলিশ কিংবা অন্য কোনো সংস্থার তা পর্যালোচনা করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের চেতনায় দাঁড়ানো। এই চেতনার অন্যতম ভিত্তি হলো মতপ্রকাশের স্বাধীনতা। ফলে বই প্রকাশের আগে পুলিশ বা অন্য কারো অনুমোদনের প্রশ্নই ওঠে না। যে পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এটি গতকাল বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
স্ট্যাটাসে উপদেষ্টা আরও বলেন, বিভ্রান্তি দূর করতে স্পষ্ট করে জানানো জরুরি— বই প্রকাশে কোনো ধরণের সেন্সরশিপ নেই। সরকার লেখালেখি ও মতপ্রকাশের স্বাধীনতায় সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ।