জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে একটি বর্ণাঢ্য র্যালি।
শনিবার (২ আগস্ট) সকালে র্যালিটি ওসমানী স্মৃতি মিলনায়তন চত্বর থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। এতে অংশ নেন মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, সংশ্লিষ্ট দপ্তর ও অধীনস্থ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।
পুনর্জাগরণ-উদ্দীপিত এই র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট নানা বার্তা সম্বলিত প্ল্যাকার্ড।