জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে আগামীকাল শনিবার (২ আগস্ট) থেকে তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী “ক্যামেরায় জুলাই বিপ্লব” শুরু হতে যাচ্ছে। এটি প্রেস ক্লাব ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ।
চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে সকাল ১০টা ৩০ মিনিটে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রদর্শনীতে অংশ নিচ্ছেন ঢাকা ও চট্টগ্রামের বিশিষ্ট ফটোসাংবাদিকরা। এতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর চালানো দমন, নির্যাতন ও সহিংসতার বাস্তব চিত্র ফুটে উঠেছে।
এই আলোকচিত্র প্রদর্শনী টানা তিনদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে। আয়োজকরা মনে করছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে এই আয়োজন নতুন প্রজন্মকে অতীত ইতিহাস সম্পর্কে সচেতন করবে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং সচেতন নাগরিকদের প্রদর্শনী পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আজকের খবর/ এম. এস. এইচ.