মোটরসাইকেল চালানোর সময় নিজের নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহার করা অত্যন্ত প্রয়োজনীয়। তবে অনেকেই মাথায় হেলমেট পরতে অনিচ্ছুক। তাদের ধারণা—হেলমেট ব্যবহারে চুল ঝরে পড়ে। কথাটি পুরোপুরি ভুল নয়। দীর্ঘক্ষণ হেলমেট পরে থাকলে ধীরে ধীরে চুল ঝরতে পারে। কারণ, হেলমেট পরলে মাথায় তাপ বাড়ে এবং ঘাম হতে শুরু করে।
অতিরিক্ত তাপ ও আর্দ্রতা চুলের গোড়ায় সংক্রমণের মূল কারণ হতে পারে। হেলমেট ব্যবহারে এই দুটি সমস্যাই একসঙ্গে দেখা দেয়। ফলে চুল পড়া শুরু হয়। তবে তাই বলে হেলমেট বাদ দেওয়া উচিত নয়। কারণ, চুলের চাইতে জীবন অনেক বেশি মূল্যবান। অবশ্য নিয়মিত যত্ন নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
হেলমেট পরেও কীভাবে চুলকে সুস্থ রাখা যায়, সে বিষয়ে বোল্ডস্কাই ওয়েবসাইট চারটি পরামর্শ দিয়েছে—
১. হেলমেট পরার আগে মাথায় হালকা স্কার্ফ জড়িয়ে নিতে পারেন। এতে তাপ কিছুটা কম অনুভূত হবে। তবে খুব টাইট করে বাঁধা যাবে না—এতে রক্ত চলাচলে বাধা আসতে পারে। আর স্কার্ফটি সপ্তাহে অন্তত দুইবার পরিষ্কার করুন। না হলে এতে জমা ময়লার কারণে মাথার ত্বকে সংক্রমণ হতে পারে।
২. অন্য কারও হেলমেট ব্যবহার না করাই ভালো। কারণ, প্রত্যেকের মাথার ত্বক ভিন্ন ধরনের হয়। এতে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। স্কার্ফও কারও সঙ্গে ভাগ করে ব্যবহার করবেন না। মাথায় যদি কোনো ধরনের সংক্রমণ থাকে, তবে তা না সেরে ওঠা পর্যন্ত হেলমেট ব্যবহার না করাই ভালো।
৩. চার টেবিল চামচ আদার রস তুলার সাহায্যে মাথার তালুতে লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। প্রথমদিকে প্রতি সপ্তাহে দুইবার এই রস ব্যবহার করুন। দুই সপ্তাহ পর সপ্তাহে একবার প্রয়োগ করলেই যথেষ্ট। এতে চুল পড়ার সমস্যা অনেকটাই কমে যাবে।
৪. এক টেবিল চামচ টক দইয়ের সঙ্গে দুই টেবিল চামচ অ্যালোভেরা রস মিশিয়ে মাথার তালুতে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। যাঁরা নিয়মিত হেলমেট পরেন, তাঁদের সপ্তাহে অন্তত একবার এই প্যাক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
আজকের খবর/এ. আই. এ.