টিংকারবেল টারমারিক ট্রেন্ড’ নামে পরিচিত টিকটক/রিলের এই আলোঝলমলে ট্রেন্ডটির সূচনা হয়েছে এক অভিনব ভিজ্যুয়াল ইফেক্ট দিয়ে। অন্ধকার ঘরে একটি কাচের গ্লাসে পানি নিয়ে তাতে ধীরে ধীরে গুঁড়া হলুদ মেশানো হয়। মোবাইল ফোনের ফ্ল্যাশলাইটের আলোতে হলুদের ঝলক ছড়িয়ে পড়ে গ্লাসে ও আশপাশে, আর পেছনে বাজে শাহরুখ খানের গান ‘ম্যায় আগার কাহু’—সব মিলিয়ে সৃষ্টি হয় এক রূপকথার মতো দৃশ্য।
এই ট্রেন্ডে অংশ নিতে প্রয়োজন হয় না কোনো ব্যয়বহুল উপকরণের—শুধু একটি স্বচ্ছ গ্লাস, এক চিমটি হলুদ, পানি এবং ফোনের ফ্ল্যাশলাইটেই হয়ে যাচ্ছে চোখ ধাঁধানো ভিডিও।
গত ১৪ জুন মালয়েশীয় কনটেন্ট ক্রিয়েটর পুষ্পা গোমেন প্রথম এই ভিডিওটি পোস্ট করেন টিকটকে। ভিডিওতে দেখা যায়, তিনি একটি অন্ধকার ঘরে গ্লাসে গুঁড়া হলুদ ঢালতেই চারপাশে ছড়িয়ে পড়ে হলুদাভ আলো। গান বাজে ‘ম্যায় আগার কাহু’। তার সঙ্গীদের বিস্মিত প্রতিক্রিয়া মুহূর্তেই ভাইরাল করে তোলে ভিডিওটি।
মালয়েশিয়া থেকেই শুরু হয়ে এই ট্রেন্ড ছড়িয়ে পড়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও। ভিজ্যুয়াল সৌন্দর্য ও সহজলভ্য উপকরণের কারণে এটি এখন সোশ্যাল মিডিয়ায় অন্যতম আলোচিত ও জনপ্রিয় ট্রেন্ডে পরিণত হয়েছে।