চলতি জুলাই মাসের প্রথম ২৯ দিনে দেশে প্রবাসীরা মোট ২২৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এতে করে প্রতিদিন গড়ে আসছে প্রায় ৭ কোটি ৮৫ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বুধবার (৩০ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, জুলাইয়ের ২৯ দিনে প্রবাসী আয়ে আমরা ২২৭ কোটি ৬০ লাখ ডলারের প্রবাহ পেয়েছি।
গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১৭৩ কোটি ২০ লাখ ডলার। ফলে বছরে বছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৩১ দশমিক ৫০ শতাংশ।
এছাড়া, শুধু ২৯ জুলাই দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।