চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অধীন তিনটি থানার ওসি পদে নতুন করে রদবদল করা হয়েছে। জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত আজ বুধবার থেকেই কার্যকর হচ্ছে বলে জানিয়েছে সিএমপি।
সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক অফিসিয়াল আদেশে এ তথ্য জানানো হয়।
নতুন আদেশ অনুযায়ী, চকবাজার থানার দায়িত্বে থাকা ওসি মো. জাহেদুল কবিরকে বদলি করে নিয়োগ দেওয়া হয়েছে চান্দগাঁও থানায়।
অন্যদিকে, বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনকে পাঠানো হয়েছে চকবাজার থানায়।
এ ছাড়া চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিনকে বদলি করে বন্দর থানায় পদায়ন করা হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে এবং তা সঙ্গে সঙ্গেই বাস্তবায়নযোগ্য হবে।