চট্টগ্রামে মো. মহিউদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার মামলায় মো. সুমন (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি-উত্তরের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান।
তিনি জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বাকলিয়া থানার তক্তারপুল এলাকার খালপাড়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করলে সুমনকে আটক করা হয়। তবে তার সঙ্গী মো. আসিফ পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন জানান, গত ২৫ জুলাই বাকলিয়া থানাধীন ৫ নম্বর ব্রিজের পশ্চিম পাশে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও পূর্ব শত্রুতার জেরে মো. মহিউদ্দিনকে গুলি করে হত্যা করে সে এবং আসিফ। এ ঘটনায় বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পর থেকেই তারা পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর সুমন স্বীকার করে যে, হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি খালের পাশে লুকিয়ে রাখা হয়েছে। পরে ডিবি পুলিশ তাকে নিয়ে সেখানে গিয়ে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করে।
ডিবি জানায়, হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামি মো. আসিফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হৃদয় সর্দার