শতাধিক মানুষকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (১৪ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সংক্রান্ত আদেশ দেন। একই সঙ্গে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে।
এ বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, অপরাধ ও অপরাধীদের বিচারের আওতায় আনাই প্রসিকিউশনের লক্ষ্য—কোনো বাহিনীকে নয়। তিনি জানান, গুম কমিশনের প্রতিবেদনসহ প্রাপ্ত সব প্রমাণ আদালতে উপস্থাপন করে জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের চেষ্টা করা হবে।
এর আগে গত ১৭ ডিসেম্বর মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর চিফ প্রসিকিউটর তিনটি অভিযোগ আমলে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নিয়ে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেন।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ায় ছয়টি মরদেহ পোড়ানোসহ সাতজন হত্যা মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হওয়ার কথা রয়েছে। ওই মামলায় গত রোববার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। পাশাপাশি আবু সাঈদ হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের তারিখও আজ নির্ধারিত হতে পারে।
