বুধবার (১৪ জানুয়ারি) বেলা পৌনে বারোটার দিকে প্রথমে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট–খামারবাড়িমুখী অংশ অবরোধ করেন আন্দোলনকারীরা। পরে সাড়ে বারোটার দিকে তারা ফার্মগেট মোড় দখলে নিলে পুরো এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজট সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, অবরোধের কারণে বাস, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্সসহ সব ধরনের যানবাহন আটকে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সাকিব হত্যাকাণ্ডের এক মাসের বেশি সময় পার হলেও দৃশ্যমান বিচারিক অগ্রগতি নেই। খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এ সময় তারা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর দুপুরে তার মৃত্যু হয়।
