হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২০২৬ সালে বাংলাদেশের পাসপোর্টের মান হালকা উন্নতি ঘটেছে। বিশ্বের সব দেশের পাসপোর্টের মানের তালিকায় বাংলাদেশ এবার ৯৫-তম অবস্থানে এসেছে। আগের বছর ২০২৫-এ অবস্থান ছিল ১০০-তম।
তালিকা অনুযায়ী, বাংলাদেশের নাগরিক বর্তমানে ৩৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। তালিকার শীর্ষে এশিয়ার দেশ সিঙ্গাপুর, যার নাগরিকরা ১৯২টি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন। জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে ১৮৮টি দেশে প্রবেশাধিকার রাখে। ইউরোপের পাঁচটি দেশ – ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড – যৌথভাবে তিন নম্বরে অবস্থান করছে, যেখানে নাগরিকরা ১৮৬টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
তালিকার শেষে অবস্থান করেছে আফগানিস্তান (১০১), এর আগে সিরিয়া ও ইরাক। পাকিস্তান ৯৮-তম, নেপাল ৯৬-তম এবং ভারত ৮০-তম স্থানে রয়েছে।
হেনলি পাসপোর্ট ইনডেক্সের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভিন্ন ভ্রমণ গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে। প্রতি মাসে হালনাগাদ হওয়া এই সূচকটি তার ধরনের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচিত।
আজকের খবর / এম.এস.এইচ.
