ধর্ষকের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে বন্ধে সরকারকে নির্দেশনা দেওয়ার আবেদন জানিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মামলার পক্ষ নির্ধারণে ত্রুটির কারণ দেখিয়ে রিটটি শুনানির অযোগ্য বলে বিবেচনা করেন আদালত।
সোমবার (১২ জানুয়ারি) বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত জানান, রিটে আইন সচিবের পরিবর্তে স্বরাষ্ট্র সচিবকে প্রথম বিবাদী করা হয়েছে, যা আইনগতভাবে সঠিক নয়। এই ত্রুটির কারণেই রিটটি শুনানির জন্য উত্থাপিত হয়নি এবং তা খারিজ করা হয়।
এর আগে গত বছরের ২২ অক্টোবর জনস্বার্থে এ রিট দায়ের করেন আইনজীবী রাকিবুল হাসান। রিট আবেদনে বলা হয়, ধর্ষকের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে দেওয়ার প্রথা যৌন সহিংসতাকে সমাজে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠা করে। একই সঙ্গে এটি আইনের শাসনকে দুর্বল করে এবং ধর্ষণের মতো গুরুতর অপরাধে দায়মুক্তির সংস্কৃতি তৈরি করে।
আবেদনে আরও বলা হয়, এ ধরনের বিয়ে বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তা কেন অবৈধ ঘোষণা করা হবে না— সে বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়েছিল।
