বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার তিন আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামির মধ্যে রয়েছেন মো. বিল্লাল, আব্দুল কাদির ও মো. রিয়াজ। অপরদিকে, একই মামলায় শ্যুটার মো. জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিচ্ছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার জবানবন্দি রেকর্ড করছেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ৭ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর পশ্চিম তেজতুরীপাড়াস্থ হোটেল সুপার স্টারের পাশের গলিতে অজ্ঞাত দুর্বৃত্তরা মুছাব্বিরকে গুলি করে। এ ঘটনায় মুছাব্বিরসহ দুজন গুলিবিদ্ধ হন। মুছাব্বিরকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সুফিয়ান বেপারী মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গত ৮ জানুয়ারি নিহত মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন, যেখানে অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করা হয়।
