অর্থ আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সোমবার (১২ জানুয়ারি) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি শেষে তাকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন।
মেহজাবিনের আইনজীবী তুহিন হাওলাদার জানান, আজ আদালতে জবাব দাখিল করা হলে উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক তাকে অব্যাহতি দেন।
এর আগে গত ১৬ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া মেহজাবিনের জামিন মঞ্জুর করেন। সেদিন তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. আলাউদ্দিন জানান, গত ৩ নভেম্বর মেহজাবিন ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে তারা জামিন নেন। আজ জবাব দাখিলের পর আদালত সন্তুষ্ট হয়ে তাদের অব্যাহতি দেন। ফলে এই মামলায় তাদের আর আদালতে হাজির হতে হবে না।
মামলার নথি থেকে জানা যায়, বাদীর সঙ্গে পরিচয়ের সূত্রে মেহজাবিনের নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হওয়ার প্রলোভন দেখিয়ে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা নেওয়ার অভিযোগ করা হয়। পরবর্তীতে ব্যবসা শুরু না হওয়ায় টাকা ফেরত চাইলে সময়ক্ষেপণ করা হয় বলে বাদীর অভিযোগ।
নথিতে আরও উল্লেখ করা হয়, গত ১১ ফেব্রুয়ারি হাতিরঝিল এলাকায় টাকা চাইতে গেলে বাদীকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে থানায় গেলে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়।
এই ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা করেন। আদালত মামলা আমলে নিয়ে হাজিরার নির্দেশ দিলেও উপস্থিত না হওয়ায় পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।
