ঢাকার গুলশান থানার একটি প্রতারণা ও জালিয়াতির মামলায় বিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক শেখ সাইফুল ইসলাম তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, ইনামে হামীম অসৎ উদ্দেশ্যে একাধিক জাতীয় পরিচয়পত্র নকল করে প্রতারণা করার মাধ্যমে অপরাধ সংঘটনের জন্য এলাকায় ঘোরাফেরা করছিলেন। এছাড়া তিনি নির্বাচনী সময় নাশকতার জন্য সন্দেহভাজন অবস্থায় ছিল।
তার দেহ তল্লাশি থেকে তিনটি জাতীয় পরিচয়পত্র ও পাঁচটি ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়। তাকে গত রবিবার বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত চলছে এবং আসামির সম্পৃক্ততা বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
