বড়দিনে মুক্তি পাচ্ছে টলিউড সুপারস্টার দেবের ‘প্রজাপতি ২’। এই ছবির আলোচনার মাঝেই ভক্তদের আগ্রহ বাড়িয়েছে তার পরবর্তী ছবির খবর। জানা যাচ্ছে, আগামী অগাস্টে দেব আবার বড়পর্দায় ফিরবেন পদ্মশ্রী পাওয়া ‘অ্যাম্বুল্যান্স দাদা’ চরিত্রে, যা নিয়ে টলিউডে ইতোমধ্যে নানান গুঞ্জন চলছে।
প্রযোজক ও নায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ফোনে পাওয়া যায়নি। তবে গুঞ্জন, এই ছবিতে দেবের বিপরীতে ছোটপর্দার জনপ্রিয় নায়িকা অঙ্কিতা মল্লিককে নায়িকা হিসেবে নেওয়া হতে পারে।
‘অ্যাম্বুল্যান্স দাদা’ বা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ মূলত করিমূল হক নামের একজন দানশীল ব্যক্তি। তিনি জলপাইগুড়ির চা বাগান এলাকায় বাস করতেন এবং নিজের বাইককে ‘বাইক অ্যাম্বুল্যান্স’ হিসেবে ব্যবহার করে প্রত্যন্ত এলাকার অসুস্থ ও দরিদ্র মানুষদের বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিতেন। ২০১৭ সালে তাঁর নিঃস্বার্থ সেবার জন্য তিনি ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হন।
শোনা যায়, ১৯৯৫ সালে সময়মতো অ্যাম্বুল্যান্স না পাওয়ায় করিমূলের মায়ের সঠিক চিকিৎসা হতে পারেনি, যার কারণে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনার প্রভাবেই করিমূল নিজের বাইককে ‘অ্যাম্বুল্যান্স’ রূপে সাজিয়ে অসুস্থদের সাহায্য করতে শুরু করেন।
দেবের এই চরিত্রায়ন কেমন হবে, আর নায়িকা হিসেবে অঙ্কিতার উপস্থিতি কীভাবে ছবির আকর্ষণ বাড়াবে, সেটাই এখন দর্শকদের অপেক্ষার বিষয়।
সুত্র : আনন্দবাজার ডট কম
