দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় দুর্যোগ মোকাবিলায় ত্রাণ সহায়তা দিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছে ভারতীয় বিমান বাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার।
গত বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দক্ষিণ শ্রীলঙ্কার একটি এলাকায় অবতরণের সময় হেলিকপ্টারটির চাকা নরম মাটিতে দেবে গিয়ে কাদায় আটকে পড়ে।
জানা যায়, সম্প্রতি ঘূর্ণিঝড় ‘দিটওয়াহ’-এর আঘাতে ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কায় ‘অপারেশন সাগর বন্ধু’-এর আওতায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালাচ্ছিল ভারতীয় বিমান বাহিনী। সেই কার্যক্রমের অংশ হিসেবেই এমআই-১৭ হেলিকপ্টারটি দুর্গত এলাকায় পাঠানো হয়।
তবে অবতরণের সময় পাইলট ভুলবশত এমন একটি স্থানে হেলিকপ্টার নামান, যা আগে থেকে জরিপ করা ছিল না। ফলে অবতরণস্থলের মাটি নরম থাকায় হেলিকপ্টারটির চাকা সেখানে দেবে যায় এবং সেটি কাদায় আটকে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দা ও সামরিক বাহিনীর সদস্যরা একযোগে কাদার ভেতর থেকে বিশালাকার হেলিকপ্টারটি ঠেলে বের করার চেষ্টা করছেন। দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর শেষ পর্যন্ত হেলিকপ্টারটি উদ্ধার করা সম্ভব হয়।
আজকের খবর / এম.এস.এইচ.
