ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ২০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গানম্যান দেওয়া হয়েছে। এই তালিকায় এনসিপির শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কয়েকজন পরিচিত ব্যক্তিত্ব রয়েছেন।
সোমবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন পর্যন্ত মোট ২০ জনকে ব্যক্তিগত নিরাপত্তার অংশ হিসেবে গানম্যান দেওয়া হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমও নিজের নিরাপত্তার জন্য গানম্যান চেয়েছেন। এক ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সিদ্ধান্ত প্রকাশের পর থেকে তিনি নানা ধরনের প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এ অবস্থায় তিনি তার নিরাপত্তা নিশ্চিত করতে একজন গানম্যান দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানিয়েছেন।
হিরো আলম বলেন, অতীতের প্রতিটি নির্বাচনে তিনি সহিংসতার শিকার হয়েছেন। বগুড়ায় এক নির্বাচনে প্রায় বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছানোর পরও তাকে মারধর করে পরাজিত করা হয়েছে বলে দাবি করেন তিনি। নিজের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করেই গানম্যান চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও সংসদ-সদস্য প্রার্থীরাও গানম্যান ও অস্ত্রের লাইসেন্স চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। এর মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, যার জন্য সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ সদস্য মোতায়েনের আবেদন করা হয়েছে।
এ ছাড়া জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহম্মেদ শেখসহ আরও কয়েকজনের পক্ষ থেকেও নিরাপত্তা চাওয়া হয়েছে।
