পরিবারিক আয়োজনে আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে বিবাহবাধনে আবদ্ধ হওয়া আফসান আরা বিন্দু দীর্ঘদিন আড়ালে ছিলেন। বিয়ের পর অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন থাকলেও বিন্দু সম্প্রতি সেই নীরবতা ভেঙেছেন।
দেশের এক টেলিভিশনের পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হয়ে সঞ্চালকের সরাসরি প্রশ্নের জবাবে তিনি নিশ্চিত করেন যে, তার বিবাহবিচ্ছেদ হয়েছে। বিন্দু বলেন, “হ্যাঁ, আমার বিবাহবিচ্ছেদ হয়েছে। ২০২২ সালে এটি সম্পন্ন হয়।”
সামাজিক মাধ্যমে বিভ্রান্তি প্রসঙ্গে তিনি জানান, আনুষ্ঠানিক কিছু না জানানোর কারণে অনেকে এখনও তাকে বিবাহিত মনে করেন। তিনি স্পষ্ট করে বলেন, “আমি বর্তমানে বিবাহিত নই।” সংসারের সময় খুব দীর্ঘ ছিল না, তবে মধ্যবর্তী সময়ে দীর্ঘ এক বিচ্ছেদের সময়ও পার করতে হয়েছে।
কবে থেকে আলাদা ছিলেন—এই প্রশ্নে বিন্দু জানান, ২০১৭ সাল থেকেই তারা আলাদা ছিলেন। বিচ্ছেদের কারণ প্রকাশ না করার সিদ্ধান্তের কথা তিনি জানান। তিনি বলেন, “অন্য একজনের জীবন বিষয়টির সঙ্গে যুক্ত হওয়ায় সম্মানের জায়গা থেকে আমি বিস্তারিত প্রকাশ করতে চাইনি।”
অভিনয় ছেড়ে দেওয়ার প্রসঙ্গে তিনি জানান, এটি তার নিজস্ব সিদ্ধান্ত ছিল। পারিবারিক জীবনকে গুরুত্ব দিতে তিনি কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। ২০১৪ সালের অক্টোবরে বিয়ের পর তিনি মিডিয়া থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসেন।
দীর্ঘ বিরতির পর ২০১৯ সালে একটি ম্যারাথনে তাকে দেখা গেলেও নিয়মিত অভিনয়ে ফেরেননি। ২০২২ সালে ‘উনিশ২০’ সিনেমায় আরিফিন শুভর সঙ্গে কাজ করলেও এরপর নিয়মিত কাজ করেননি।
বিন্দু প্রথমবার পরিচিতি পান ২০০৬ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়ে। এরপর নাটক ও সিনেমায় কাজের মাধ্যমে তিনি সুপরিচিত হন। বড় পর্দায় অভিষেক হয় ‘দারুচিনি দ্বীপ’-এর মাধ্যমে। তিনি ‘জাগো’, ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’, ‘এই তো প্রেম’-সহ বেশ কয়েকটি কাজে অভিনয় করেছেন।
আজকের খবর/ এম.এস.এইচ.
