পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করতে গিয়ে মঞ্চেই হামলার শিকার হয়েছেন। অভিযোগ, একজন দর্শক মঞ্চে উঠে তাকে আক্রমণ করার চেষ্টা করেন এবং অশ্লীল ভাষায় কটূক্তি করেন। এই ঘটনায় গায়িকা ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
ভগবানপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মিতুন কুমার দে জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে দ্রুত খুঁজে বের করে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও গায়িকার বক্তব্য অনুযায়ী, শনিবার ভগবানপুরের সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে অনুষ্ঠিত অনুষ্ঠানে লগ্নজিতা প্রথম তিনটি গান নির্বিঘ্নে পরিবেশন করেন এবং সংবর্ধনা লাভ করেন। তবে সপ্তম গান শেষ হওয়ার পর অষ্টম গানের আগে দর্শকদের সঙ্গে কথোপকথনের সময় হঠাৎ মঞ্চে উঠে আসে মেহবুব মল্লিক নামের এক ব্যক্তি। তিনি গায়িকাকে আক্রমণ করার চেষ্টা করেন।
প্রসঙ্গত, গায়িকা ‘দেবী চৌধুরাণী’ ছবির জনপ্রিয় গান ‘জাগো মা’ পরিবেশন করেছিলেন। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন এবং চিৎকার করে বলেন, “অনেক জাগো মা হয়েছে, এবার একটু সেকুলার গা।” এই ঘটনায় গায়িকা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
পরবর্তীতে তিনি মঞ্চ ত্যাগ করে রাতেই ভগবানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
আজকের খবর/ এম.এস.এইচ.
