রাজধানীর হাজারীবাগের একটি নারী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমণ্ডি শাখার নারী নেত্রী জান্নাতারা রুমীর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলার ওই হোস্টেল থেকে তার মৃতদেহ পাওয়া যায়।
হাজারীবাগ থানার এসআই মো. কামরুজ্জামান নিশ্চিত করেন, রুমীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাকে আত্মহত্যা হিসেবে ধরা হচ্ছে বলে জানিয়েছেন হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।
রুমী তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেষ স্ট্যাটাসে ওসমান হাদির কথা উল্লেখ করে লিখেছিলেন, “ইয়া আল আল্লাহ, হাদিকে ভাইকে আমাদের খুব দরকার।” এর আগের দিন তিনি একটি পোস্টে লিখেছিলেন, “একদিন ভোর হবে, সবাই ডাকাডাকি করবে কিন্তু আমি উঠব না.. কারণ আমি ভোরে উঠি না।
