পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় শহীদ আব্দুর রাজ্জাক–সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ছাত্র-ছাত্রী প্রতিনিধিসহ অন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী এবং আরডিসি মোঃ রুবাইয়াত ফেরদৌস সভার সঞ্চালনা করেন।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও তাদের দেশের জন্য দেওয়া অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া ও জাতির জন্য অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়া সকলের কর্তব্য।
জেলা প্রশাসক আবু সাঈদ তাঁর বক্তব্যে বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের বিবেক জাগ্রত করে এবং মুক্তিযুদ্ধের চেতনায় ভিত্তি করে ন্যায় ও জ্ঞাননির্ভর রাষ্ট্র গঠনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শহীদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাদের আদর্শ তরুণ প্রজন্মের জন্য পথপ্রদর্শক।
আলোচনা শেষে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আউয়ালের সঞ্চালনায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে অঙ্গীকার পাঠ করা হয় এবং জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে সভার সমাপ্তি ঘোষণা করেন।
