ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বামধারার ছাত্র সংগঠনগুলোর সমন্বিত প্ল্যাটফর্ম গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা। তবে তারা এখনো পূর্ণাঙ্গ প্যানেলের নাম প্রকাশ করেননি। জোটের পক্ষ থেকে ভিপি পদে মনোনয়ন নিয়েছেন শামছুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি এবং জিএস পদে ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র গ্রহণ করেন তারা। পরবর্তীতে সেখানে সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু। তিনি জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) জোটের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।
তথ্য অনুযায়ী, ভিপি পদে শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস পদে মেঘমল্লার বসু, এজিএস পদে জাবির আহমেদ জুবেল এবং মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয়ক পদে মোজাম্মেল হক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গণতান্ত্রিক ছাত্রজোটের দাবিসমূহ হলো
১. দ্রুততম সময়ে আওয়ামী লীগ শাসনামলে শিক্ষার্থীদের ওপর সংঘটিত দমন-নিপীড়নের সঙ্গে যুক্ত ব্যক্তিদের তালিকা প্রকাশ করে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। সব নিপীড়কের প্রার্থিতা বাতিল করতে হবে।
২. জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র হত্যার পক্ষে মত তৈরিকারী নীল দলের শিক্ষকদের হলের প্রভোস্ট পদ থেকে অপসারণ করতে হবে।
৩. রূপরেখা প্রণয়ন কমিটিকে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনী প্রচারণার নিয়মনীতি স্পষ্টভাবে নির্ধারণ ও তা কার্যকর করতে হবে।
৪. ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে ভোটের অন্তত ১৫ দিন আগে থেকে সব পরীক্ষা স্থগিত রাখতে হবে এবং নির্বাচনের দিন অনাবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে অতিরিক্ত পরিবহনের ব্যবস্থা করতে হবে। ভোটকেন্দ্রের ঘাটতি দূর করতে হবে।
৫. অনলাইনভিত্তিক বিভ্রান্তি ও অপপ্রচারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে গুজব ও কুৎসা ছড়িয়ে একটি রাজনৈতিক মহলের স্বার্থসিদ্ধিতে নিয়োজিত সব গ্রুপ ও পেজের বিরুদ্ধে প্রশাসনকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬. ক্যাম্পাসে বিভিন্ন ইস্যুকে ঘিরে মব পরিস্থিতি তৈরি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা কীভাবে সামাল দেবে তার সুস্পষ্ট রূপরেখা নির্ধারণ করতে হবে।
