জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্লাস বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত সব পরীক্ষা যথারীতি চলবে।
সোমবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধারণ এবং ৩৬ জুলাই স্বৈরাচার হাসিনা পতন দিবস উপলক্ষে ঘোষিত দিনব্যাপী কর্মসূচির (সরকারি কর্মসূচির সঙ্গে সংগতি রেখে) কারণে মঙ্গলবার ২২ জুলাই জাবির সব ক্লাস স্থগিত করা হলো। তবে পূর্বনির্ধারিত সব পরীক্ষা যথারীতি চলবে।”
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর উপলক্ষে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নানা আয়োজনে অংশ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এই কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'অদম্য-২৪' নামের একটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হবে।