বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ২৫ দশমিক ৮০ বিলিয়ন ডলার। আজ রবিবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইএমএফের হিসাব অনুযায়ী রিজার্ভ দুই হাজার ৫৮০ কোটি ৬৮ লাখ ডলার, আর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে এই অঙ্ক তিন হাজার ৮০ কোটি ৯৯ লাখ ডলার। যা গত ১৪ আগস্ট বিপিএম-৬ পদ্ধতিতে ছিল দুই হাজার ৫৮২ কোটি ৭৩ লাখ ডলার এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে তিন হাজার ৮৩ কোটি ৫২ লাখ ডলার।
গত ১০ আগস্ট রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ছিল দুই হাজার ৫২৩ কোটি ২৩ লাখ ডলার এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে তিন হাজার ২৪ কোটি ৮১ লাখ ডলার। এর আগে ৬ আগস্ট বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছিল দুই হাজার ৫০৫ কোটি ৭৮ লাখ ডলার এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে তিন হাজার সাত কোটি ৭৬ লাখ ডলার।
এছাড়া ৪ আগস্ট দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ছিল দুই হাজার ৪৯৭ কোটি ডলার এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে তিন হাজার কোটি আট লাখ ডলার। ২৪ জুলাই বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল দুই হাজার ৪৯৮ কোটি ৮২ লাখ ডলার এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে তিন হাজার কোটি ৪৫ লাখ ডলার। ১৬ জুলাই বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল দুই হাজার ৪৯৯ কোটি ৫৪ লাখ ডলার এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে তিন হাজার দুই কোটি ৬৬ লাখ ডলার।
এর আগে মে-জুন মেয়াদের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ২০১ কোটি ৯৪ লাখ ডলার পরিশোধের পর ৭ জুলাই বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ দাঁড়ায় দুই হাজার ৪৪৫ কোটি ৮৯ লাখ ডলারে। সে সময় বাংলাদেশ ব্যাংকের হিসাবে মোট রিজার্ভ ছিল দুই হাজার ৬৬৮ কোটি ৬৯ লাখ ডলার। ২ জুলাই বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল দুই হাজার ৬৬৮ কোটি ৬৯ লাখ ডলার এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে তিন হাজার ১৭১ কোটি ৭৭ লাখ ডলার।
আজকের খবর/ এম. এস. এইচ.