পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে।
রোববার (১৭ আগস্ট) মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই ৭০টি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে। বাকি মিশন থেকেও একইভাবে ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলের মাধ্যমে নির্দেশ না দিলেও টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে এ নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বড় মিশনগুলো আগেই রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলেছিল। কিছু মিশন না সরানোর কারণে সম্প্রতি মৌখিকভাবে নির্দেশ প্রদান করা হয়েছে।
আজকের খবর/ এম. এস. এইচ.