মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকাকে নদীভাঙন থেকে রক্ষার দাবিতে এলাকাবাসী বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। রবিবার (১৭ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কর্মসূচি চলে।
আন্দোলনকারীরা জানান, গত দুই সপ্তাহ ধরে পদ্মার প্রবল স্রোতে ফেরিঘাটসংলগ্ন ধুতরাবাড়ি ও তেগুরি গ্রামে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে একাধিক বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান নদীতে তলিয়ে গেছে, লঞ্চঘাট বিলীন হয়ে গেছে এবং ফেরিঘাট এখন মারাত্মক ঝুঁকিতে রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, উপজেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই দাসকান্দি থেকে নয়াকান্দি পর্যন্ত স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে তারা আন্দোলনে নামেন।
এদিন পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহীদ রফিক চত্বরে শেষ হয়। এরপর উথলী–পাটুরিয়া সড়ক অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বহু যানবাহন আটকা পড়ে, যাত্রী ও পরিবহন শ্রমিকরা ভোগান্তিতে পড়েন। পুলিশের অনুরোধে আন্দোলনকারীরা সরেননি, তবে প্রায় তিন ঘণ্টা পর সেনাসদস্যদের আশ্বাসে অবরোধ তুলে নেন।
স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা অভিযোগ করেন, একাধিকবার জানালেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন, ঘাটসংলগ্ন প্রায় দুই কিলোমিটার এলাকা বিআইডব্লিউটিএর আওতায়। তবুও আমরা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন জানান, বিষয়টি পানিসম্পদ ও নৌপরিবহন মন্ত্রণালয়কে জানানো হয়েছে, পাশাপাশি জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।