বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন মোঃ আসলাম চৌধুরীর রোগমুক্তি কামনায় চট্টগ্রামে এক বিশেষ খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৫ আগস্ট) শুক্রবার বাদ এশা নগরীর কর্ণেল হাটে আকবরশাহ থানা শ্রমিক দলের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—আকবরশাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন চৌধুরী মাইনু, শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় কার্যনির্বাহী সদস্য ও আকবর শাহ থানার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম সুজন, বিভাগীয় কার্যনির্বাহী সদস্য ও পাহাড়তলী থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক, চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুবেল, আরিফ, নুর করিম, আব্দুল কাদের, শফিক ইসলাম, মাসুদ, শামীম ওসমান সাজ্জাদ, হেলাল, রাজন রহিম সহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রাজনৈতিক জীবনের সফলতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে গুরুতর অসুস্থ লায়ন মোঃ আসলাম চৌধুরীর দ্রুত আরোগ্যের জন্য দোয়া করা হয়।
এছাড়া জুলাই-আগস্ট মাসে আন্দোলনে নিহত শহীদ ওয়াসিম, শহীদ ফারুকসহ সব শহীদ ও আহতদের রূহের মাগফেরাত কামনা করা হয়। বিশেষভাবে স্মরণ করা হয় চট্টগ্রাম-৪ আসনের ধানের শীষের সাবেক প্রার্থী মরহুম ইসহাক কাদের চৌধুরীকে।
দোয়ার মধ্যে আরও স্মরণ করা হয়—শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন, বিভাগীয় সভাপতি এম এ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম মঞ্জু এবং আকবরশাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন চৌধুরী মাইনুর রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
আলোচনায় বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা, গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনৈতিক অগ্রগতি এবং জাতীয় নেতৃবৃন্দসহ সকলের সুস্বাস্থ্য কামনা করেন।
আয়োজক আকবরশাহ থানা শ্রমিক দলের নেতৃবৃন্দ বলেন
“আমরা শুধু রাজনৈতিক কার্যক্রম নয়, সামাজিক ও ধর্মীয় দায়িত্ব পালনে জনগণের পাশে থাকতে চাই। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
দোয়া মাহফিল শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।