গাজীপুরের শ্রীপুরে একটি তৈরি পোশাক কারখানার সীমানাপ্রাচীর ভেঙে বেলাল হোসেন (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার বহেরারচালা এলাকায় লান্তাবুর অ্যাপারেলস লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন নাটোরের গুরুদাসপুর উপজেলার নওপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে। তিনি কারখানাটিতে প্রিন্টিং ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে ফ্যাক্টরিতে প্রবেশের সময় হঠাৎ সীমানাপ্রাচীরের একটি অংশ ধসে বেলালের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, সীমানাপ্রাচীরটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চাননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, নিহতের পরিবার থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বরং স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বুঝিয়ে দেওয়ার জন্য আবেদন করেছেন।