না ভোটের উদ্যোগ বিএনপির পক্ষ থেকে নয়, বরং কয়েকজন বিশিষ্ট ব্যক্তির প্রস্তাবের ভিত্তিতেই এসেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রবিবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বৈঠক প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, আমরা মূলত নির্বাচন কমিশনে এসেছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির খোঁজ নিতে।
সংসদীয় আসনের সীমানা নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন কাজ করছে। কীভাবে এটি নির্ধারণ হচ্ছে, তা জানতেই এসেছি।
প্রবাসী ভোটার প্রসঙ্গে তিনি জানান, সিইসি বলেছেন— যাদের এনআইডি আছে, যাদের ই-পাসপোর্ট আছে, তারা ভোট দিতে পারবেন। বিএনপির পক্ষ থেকে প্রস্তাব রাখা হয়েছে, যেন সাধারণ পাসপোর্টধারীরাও ভোটের আওতায় আসতে পারেন।
আসন ভাগাভাগি প্রসঙ্গে বিএনপির এই নীতি-নির্ধারক বলেন, আসন বণ্টন নিয়ে এখনও দলের ভেতরে কোনো আলোচনা হয়নি। তফসিল ঘোষণার পর এ বিষয়ে আলোচনা হবে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৈঠকে ইসির সিনিয়র সচিবও উপস্থিত ছিলেন।