ক্ষমতার অপব্যবহার করে সাড়ে ৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডেল্টা অ্যাক্সেসরিজ লিমিটেডের চেয়ারম্যান ও এমডি ইঞ্জিনিয়ার এ.কে.এম ফারুক আহমেদ, তার স্ত্রী ফেরদৌস আরা বেগম এবং সাউথইস্ট ব্যাংকের ১২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৭ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এজাহার অনুযায়ী, আসামিরা সাউথইস্ট ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা থেকে ৯টি হিসাবের মাধ্যমে ঋণের নামে ৫৮ কোটি ৯০ লাখ টাকার বেশি উত্তোলন করেন। ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত সুদসহ ব্যাংকের মোট পাওনা দাঁড়ায় ১৫৯ কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্যে ৯১ কোটি টাকা পরিশোধ করলেও বাকি প্রায় ৬৮ কোটি টাকা আর পরিশোধ না করে আত্মসাৎ করেন তারা।
মামলায় দণ্ডবিধির ৪০৬/৪০৯/১০৯ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।