চলতি বছর রোহিঙ্গা সংকট সমাধানে তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সম্প্রতি মালয়েশিয়া সফর শেষে দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টা বলেন, আসিয়ান সভাপতির দায়িত্বে থাকা মালয়েশিয়ার অভিজ্ঞতা ও প্রভাব রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে। শরণার্থী গ্রহণ ও আঞ্চলিক নেতৃত্বপূর্ণ অবস্থান দেশটিকে একটি বিশেষ জায়গায় দাঁড় করিয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, মালয়েশিয়া তাদের প্রভাব কাজে লাগিয়ে আলোচনাকে এগিয়ে নেবে, যাতে সমস্যার স্থায়ী সমাধান পাওয়া যায়।
ইউনূস আরও জানান, মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনী ও আরাকান আর্মির সংঘর্ষের কারণে নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। গত ১৮ মাসে প্রায় দেড় লাখ রোহিঙ্গা যুক্ত হয়েছে। এর আগেই দেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে।
তিনি বলেন, সবচেয়ে বড় সংকট হলো, যুক্তরাষ্ট্র সম্প্রতি রোহিঙ্গাদের জন্য দেওয়া সব তহবিল বন্ধ করে দিয়েছে। এতে আশ্রয়, খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব চাপে পড়েছে।
এ বছর তিনটি সম্মেলনের আয়োজন করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রথম সম্মেলন হবে আগস্টের শেষে কক্সবাজারে রোহিঙ্গা আগমনের অষ্টম বার্ষিকীতে। দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে। আর বছরের শেষদিকে তৃতীয় সম্মেলন আয়োজন করা হবে কাতারের দোহায়।
আজকের খবর/ এম. এস. এইচ.