আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে আজ শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান। এর পরই সুখবর মিলেছে ভারতের জন্য। বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্স (সিওই) ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ভারতের মারকুটে ব্যাটার সূর্যকুমার যাদব।
জানুয়ারি মাসে জার্মানির মিউনিখে হার্নিয়ারের অস্ত্রোপচার করেছিলেন সূর্যকুমার। তাই এশিয়া কাপে তার খেলার বিষয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে এবার ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় স্বস্তির খবর পাওয়া গেছে।
বিসিসিআই সূত্রে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানানো হয়েছে, সূর্যকুমার ফিটন এবং এশিয়া কাপে ভারতের দলকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। তিনি ভারতের স্কোয়াডেও থাকবেন।
যদিও ভারতের মাটিতে এশিয়া কাপ আয়োজন হওয়ার কথা ছিল, এবার তা অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। মহাদেশীয় এই প্রতিযোগিতা চলবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর, দুবাই ও আবুধাবিতে।
এশিয়া কাপের ‘এ’ গ্রুপে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানও রয়েছে। একই গ্রুপে স্বাগতিক আরব আমিরাত ও ওমানও রয়েছে। ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ। আগামী মঙ্গলবার মুম্বাইয়ে ভারতের দল ঘোষণা করা হবে।